বৈচিত্র্য নেই লেখার মাঝে
অলংকারে নেই দক্ষতা,

লেখার হাত কাচা অতি
নেই পরিপক্বতা।

আরো বেশি করতে হবে
লেখার সাথে সখ্যতা,

নিজের লেখায় নিজের মন্তব্য হবে
এমন যদি করি নিরপেক্ষতা।