আমি ভোরের পাখিকে
তোমার কথা জিঙ্গেস করেছি
জানতে কেমন আছ তুমি
কিন্তু সে বলতে পারেনি।
পড়ন্ত বিকেল কে জিঙ্গেস করেছি
তুমি কেমন আছ সেও বলেনি।
যখন জিঙ্গেস  করলাম নতুন নিশি কে
সেও কিছু না বলে
শুধু বলল এই নতুন নিশি ক্ষণে
তুমি এসেছিলে এই ভুবনে।
অজানা শূন্য টা পূর্ণ হলো আমার মনে।
আমার হৃদয়ের আছে যত ভালবাসা
সব দিয়ে তোমাকে জানাই
তোমার জন্মদিনের শুভেচ্ছা।
এবার বলি অন্য কথা
তুমি কখনো স্কপ্ন দেখবে না
আমাকে ছাড়া।
তুমি তো খুব বেস্ত থাকো
আমাকে হয়না ভাবা।
তোমার কী মন ছায় না?
একটু ছোয়া পাও আমার আলতো মায়াবী হাতে।
নাকী রমনির ছোয়ার কথা ভুলে গেলে।
ঐ রেশমের নরম কাপড়ের ছোয়া পেতে পেতে।
তোমার কী মন ছায় না
আমার মায়াবী মাখা কথা শুনতে।
নাকী আমার কথার কথা ভুলে গেলে।
ঐ যান্ত্রিক  শব্দে।
তোমার কী মন চায় না?
তোমার রমনি অপরূপ সাজে
মায়াবী ভঙ্গিতে ভেসে উঠুক তোমার নয়ন মাঝে।
নাকী রমনির সাজের রং ভুলে গেছ।
ঐ পেন্টিং রুমে যেতে যেতে।
আমি জানি আমাকে পাওয়ার জন্য
যেতে চাইছো তুমি টাকার ধারে।
তুমি ভুলে যেওনা আমায়
টাকার পিছে গুরতে গুরতে।
নিজের শরীরের যন্ত নিও
তুমি যদি ভালো না থাকো
কী করবো ঐ টাকা দিয়ে।
শুনেছি তুমি নাকি হতে চাইছে ব্যাংকার
বাড়বে আমার যন্ত্রনা
তুমি আমার ঘরের হিসাব রাখবে তখন
গটি বাটি বালি কণা।
হা হা হা হা
দুষ্টামি করলাম
আমি তোমার স্বাধীনতায়
বাঁধা হয়ে দাঁড়াবো না।
তাই বলে ভুলটাও করতে দেবো না।
শুধু বলব লক্ষে যেতে ভুল করো না।
আমি তোমার কাছে একটা জিনিস চাই দেবে
জানি তুমি চেষ্টা করবে।
পড়া লেখা করো মন দিয়ে।
আমি তো আশতেছি কিছু দিন পরে।
কখনো করো উপর রাগ করে কষ্ট দিও না নিজে কে।
আমি আসা পযন্ত
খেয়াল করে যন্ত নিও তোমার।
একটু মূল্য দিও আমার ভালবাসার।
আমি আসতে পারতাম এই বার্তা নিয়ে তোমার কাছে।
কিন্তু আসিনি তুমি বলনি বলে।
এই বার্তাটা পাঠালাম আমার সখি পরী কে দিয়ে।
অথছ পরী তোমায় চিনে না।
পরী চিনে তোমাদের ছোট কে।
তাই তুমি এই বার্তাটা পেলে
ওর কাছ থেকে।
পালটাবেনা কখনো তোমার প্রতি
আমার ভালবাসার বেস
শেষ করেও হোলনা শেষ।