আজ কান্নার জল হাঁসছে
মম নীরব চিত্তে।
আজ বারি জমেছে মরুর
তৃষিত ভূমিতে।
আজ দুঃখিনি রবির মুখ
ফুটেছে হাঁসিতে।
আজ পাপ্তি জাপিয়ে পড়েছে
অপাপ্তির নদীতে।
শুধু তোমার জন্ম দিনে।
আজ পাখিরা করে কলতান
মধুর সুরে খাইছে
তোমার জন্ম দিনের গান।
তুমি হয়ে আছ মুগ্ধ করা ফুল।
তোমার কাছে থাকবে না কাটা
দুঃখ দেবেনা কাউকে এক চুল।
তুমি আমাদের কাছে
দয়ালের অমূল্য রত্ন।
করোনা নিজেকে অবহেলা।
নিজে নিজের নিবে যত্ন।
তোমার জন্ম দিনের উপহার
দেবে বিধাতা।
আমি বলেছি
ওনি শুনেছে আমার কথা।
তুমি দির্ঘ কাল বেঁচে থাকো
এই ভুবনে।
সুখের অনিল বয়ে আসুক
তোমার কাছে।
প্রতিটি ক্ষণে।
গগন থেকে নীল মেঘ নিয়ে।
রবির মিষ্টি আলো দিয়ে।
চাঁদের শিতল জ্যোৎস্না মেখে
দুঃখ ঝরা অনিল ছুয়ে।
প্রতিটি পুষ্প কাননের সুভাষে।
সকল সুখের মায়াবী আবেসে
তোমার জন্য আমার ভালবাসার মহলের
শ্রদ্ধার কণা জড়িয়ে
সুখ পাখির মিষ্টি সুরে
চিত্তের সব মায়াবী আবেগ দিয়ে।
দাদা শুভেচ্ছা তোমার জন্ম দিনে।।।