মা তুমি এই ধরণীর শ্রেষ্ঠ প্রাণ
দিতে পারিনা কখনো তোমার যাথার্থ মান
আমি তোমার অপদার্থ সন্তান
এই অন্তরে সবার উপরে থাকে তোমার সম্মান।
হারালাম আমি অঙ্গ বল।
তোমার সুখে হাঁসি দুঃখে ঝরাই নয়ন জল।
মা তোমার রণ ক্ষেত্রের দর্শক আমি
আমার মায়ের জয় হবে এই স্বপ্ন বুনি।
তোমার মনে ঐ দুঃখকে দেখে তোমার থেকে
তুলে নিতে পারি না আলতো করে শক্ত ছিমটি কেটে।
তুব তুমি আমায় দূরে রাখ না রাখ তোমার বুকে।
মা তুমি সন্তানের পীড়ার কাছে করোনি নত শীর
মা তুমি মায়াবীনি সাহসী তুমি শ্রেষ্ঠ বীর।
আমি নানান সময় নানান রকুম মানুষের কাছে।
আমি সব সময় এক থাকি তোমারি চোখে।
মা তোমার ভালবাসা পাই প্রতি ক্ষণে
বদ্ধ রাখনা কোন দিনে।
মা আমার ভালবাসা নয় তোমার প্রতি কোন দিবসে
মা তোমার প্রতি আমার ভালবাসা প্রতি নিশ্বাসে।
মা প্রাণ যেন যায় মোর তোমায় ভালবেসে