জীবন ধূসর বর্ণ দেয়াল
বর্ণীল সাজে সাজানুর ইচ্ছে ছিল।
কিন্তু উত্তপ্ত রৌদ্র তাপে
মায়াবী রং গুলো শুকিয়ে গেল।
জীবনের চলন্ত তরীটা শান্ত দ্বীপে
ভিড় করার ইচ্ছে ছিল।
হাঠাৎ সমুদ্রটা হিংস্র রূপ
ধারন করে।
দ্বীপটা লোনা পানির সাথে মিলিয়ে দিলো।
ভাবলাম একটা নিশি তন্দ্রা যাবো
দুঃখহীন কুটিরে।
স্নান করবো সুখের জ্যোৎস্নাতে।
সে নিশির শশি থাকলো
কালো মেঘের আড়ালে।
ঐ কুটির ও পুড়ে ছাই হলে
লাবার স্রোতে।
আমি বুদ্ধি ঘাটিয়ে ভাবলাম
এই বার দুঃখের সমুদ্রে ঝাপ দিবো
ঐ দুঃখের সমুদ্রের জল শুকালো না
আমায় আপন করে নিলো।