তুমি নিপুন ঘরনী
সেরার খেতাব দেবে ধরণী
তোমার থাকবে সদা সুমতি
তোমার হৃদয় জুড়ে প্রণতি
মুখে অবিরাম ফুটবে সদ্বৃত্তি।
ভুল কাজে শক্ত পাথর
সঠিক কাজে মিষ্টি তুষার ঝড়।
তুমি সত্যকে করবে আপন
মিথ্যাকে করবে পর।
তুমি দেখাবে তোমার নৈপূন্য
আমাদের গৃহকে করবে পূর্ণ।
কোথায় তুমি?
তোমাকে নিয়ে কত কথই না কথা বলছি।
হয়তো তোমাকে নিয়ে একটু বেশি ভাবছি।
ভাববো না বাই কেন?
তুমিযে আমাদের আগামী
কখন যে দেখবো তোমার মায়া মাখা ছবি।
তুমি দাদার প্রমদা
ব্যথা ঝরিয়ে দেবে
শুনিয়ে তোমার শান্ত স্বরের কথা।
তুমি বাদল দিনের রোদ
শরৎ কালের ছায়া।
তুমিওতো মানুষ নয়তো হাটের পন্য
সাহসী নারী হয়ে নিজ অদিকার আদায় করে
নারী জাতিকে করো ধন্ন।
জানো দাদা আমার কথার মূল্য দেয় না
ওনি বলে তুমি এমন হবেনা
নীরব মম চিত্তে
তুমি কী একটি সুখের ঘরের স্বপ্ন বুন না।
কিন্তু আমর আশাটা নীল গগনের মত
কালো মেঘরা ক্ষণিক স্থাই
তোমাকে নিয়ে সেই একি স্বপ্ন দেখে যাই।
কেন জানি না এই বিশ্বাস টা পাথরের মতো
অনড় হয়ে আছে।
তুমি ঠিক আমার মনের মত হবে।
দাদা কে খুব খুব ভালবাসবে
আমার ছেয়েও অনেক অনেক বেশি
আমি বুক বরে শান্ত শ্বাস নিবো
সেদিনি আমি পাবো শান্তি।।