মাছি
       ও মশা ভাই ও মশা ভাই
       তোমার গায়ে কেন মাংস নাই।
        লোকালয় ছেড়ে তুমি কেন
         অরণ্যর দিকে যাও?
মশা
      মানবের গায়ে বিষ ডুকেছে
      তাদের রক্ত মুখে নিলে
       শরীর আমার খারাপ লাগে।
       তাই যাচ্ছি অরণ্যে
       পুশুদের রক্ত খেতে।
মাছি
       মানবরাতো সুস্থ আছে
       দেখতে তাদের ভালো লাগে
       তাদের রক্তে কী করে
       বিষ মিশেছে।
মশা
      তারা মেতে আছে জোর জুলুমে
      সকাল বিকেল চুরি করে।
      অন্তরেতে তিতা রেখে
      মুখে মধুর কথা বলে।
      চলনেতে মিথ্যা ভঙ্গি
      মিথ্যা তাদের নিত্য সঙ্গী।
      ওদের রক্ত মুখে নিলে
      ধরনী টা উল্টো লাগে।
      মাথা আমার ভীষণ গুরে।
      তাদের দেহ দেখে
      ভালো খারাপ পারিনা চিনতে।
মাছি
       আমি পচা খাই পচাতে থাকি
       মানবরা যে এত খারাপ
       জানতাম না তো আমি।
       সব মানবরা যে খারাপ
       একথা ভাই তুমি ঠিক বলনি।
মশা
     তা ঠিক তা ঠিক
     সব মানব হারায় নি
     তাদের সঠিক দিক।
     যার সত পথে থাকে
      কষ্ট করে শরীরে রক্ত গড়ে।
      তাদের রক্ত বেশ মধুর লাগে
     ওদের রক্ত খেতে ভাই
      আমার বিবেকে বাঁধে।
      তাদের কষ্টে গড়া রক্ত কী ভাবে
      ডুকাব আমার এই শরীরে।
মাছি
       ভাই তুমি বড় বিবেক বান
       তাই যাচ্ছ অরণ্যে।
       তোমার বিবেক যেন সৃষ্টি হয়
       সকল ভুল মানবের মনে।
              8/02/014
                  08:00am