অঙ্গ ভরা পূর্ণ তোমার
দেহে আছে শক্তি।
তুবো মনে কেন পোষন কর
হাত পাতা ভিক্ষা বৃত্তি।


নিজ দেহে খেটে খেলে
পাবে অনেক শান্তি।
ভিক্ষা কেউ দেবে কেউ দেবে না
পথে পথে ঘুরে কেন
ভোগ কর ক্লান্তি।


আয় কর ক্ষয় করে নিজ বল
সচল দেহ কে তুমি
কোরিও না অচল।


কারো খাও ঝাড়ি তুমি
কারো ধর হাত।
ভিক্ষাতে পাওয়া যায় না
কর্মের স্বাদ।


আমরা হলাম ধর্ম ভীরু
গজব পড়ার ভয়।
বল বানরে ভিক্ষা দেয়া
ধর্মের কথা নয়।


পূর্ণ দেহে ভিক্ষা চায়
আমরা চাই ক্ষমা।
মনে হয় যেন তাদের টাকা
আমাদের কাছে জমা।


যার নেই চোখে জ্যোতি
দেহ ভরা নেই ক্ষতি।
পূর্ণ নয় দেহ
ভিক্ষা নয় তাদের কর সাহায্য।
25:04:014
     08:37pm