আমি আসিতেছি তোমার তরে
আর কিছু দিন পরে।
রাখিতে পারিবে না মোরে
এই ধরণী ধরে।
আমি ঘর বাঁধিবো তোমার অন্ধকারে।
দেব ধরণী কে আমার যত সুপ্তি আছে।
এক মুঠো ঈমানের আভা নিব
এই নেশা মাখা ধরা থেকে।
অন্ধকার তোমায় সাজাবো
সৌরভী ঈমানের আভা মেখে।
আর কিছু দিন সবুর কর
আমি আসিবো তোমার ধারে।
আমি আছি স্বজনের মায়ার ছায়ার তলে
হয়তো বা বহু রূপী মন চাইবে না যেতে।
অন্ধকার তুম আসিও আমায় নিতে।
কুল পাতার গরম জল ডেলে
আমার পছন্দের সাদা চাদর গায়ে জড়িয়ে।
একটু আতর মেখে
দিও অন্তর আত্নার নয়ন  বেঁধে।
তা নাহলে স্বজনদের নয়ন ধারা পারব না
সোইতে।
অন্ধকার আমি আসিতেছি কিছু দিন পরে
তোমার তরে বসত করিতে।
    10:35am
17:05:014