বাদল ধারার রিম ঝিম শব্দ
আমি ভাবনা ঘরে
সে আমার তরে আসবে কবে
আমার নাকের পবন করবে কখন স্তব্ধ
আমি হয়ে যাব শান্ত।


আমি পারিনি করতে প্রাণ জয়
শুধু নয়ন বরে দেখেছি প্রাণ ক্ষয়
তাইতো আমার মনে জাগে সংশয়।
মনে ভিড় করে ভয়।


আমি যেতে পারিনি বীরের মিছিলে
তবে কালো পাপের সমুদ্র জলে
খেয়েছি পাপের জল ডুবে ডুবে
ঐ জলের সাথে যুদ্ধ করেতে করতে
ঐ আমি পাগলের মত হয়ে গেছি
পাপ সমুদ্রজলের স্রোতে গা ভাসিয়ে
দিলে ঐ জল শান্ত হয়ে থাকে।


আমি শীর নত করতে গিয়ে লাপিয়ে উঠি
আমি ভুল করছি ভুল
শুরু করি আমার যুদ্ধ কালো পাপী স্রোতের সাথে।
স্রোতের বিপরীত দিকে উঠতে
আমি মরিয়া।
শত যুদ্ধ শেষে এসেছি উঠে
তুবো কেন জানি না ঐ পাপের ছাপ
লেগে আছে আমার বক্ষে।


এখন আবার নতুন যুদ্ধ এই
পাপী ছাপের সাথে।
একটা নিষ্পাপ হাত যদি কেউ রাখত
আমার হাতে।
তা হলে হয়তো কোন পাপই আসতো না
আমার ধারে পাশে।
কোন ভয় থাকত না এই অন্ধকার চিত্তে।
আমি থাকতে চাই না কোন পাপের বৃত্তে।