আমি লুকাবো মেঘের আড়ালে
ফিরব না মানুষের কোলাহলে
মাঝে মাঝে উঠব ভেসে গরম চায়ের কাপে
খেও না আমায় কেউ ঘন দুধের সর ভেবে।


বালিশে লেপ্টে থাকা স্বপ্ন গুলোর
এই বার হবে ছুটি।
বিজ্ঞানী আবিষ্কারে বার বার হচ্ছে ত্রুটি
তুব সে শুদ্ধতার পিছে করছে ছুটা ছুটি।


আপন নীড় গড়ার নেই ক্ষমতা
তাই বলে কুকিল সোইবেনা কাকের অবহেলা
কুকিল গড়বে নীড় ঘুমের ওষধে
কেউ কেউ খুঁজে পাবে তাকে ভোরের শিশিরে।


আমার বালিশের নিছে ঘুমিয়ে থাকা ঘুমের ঔষধ
তাদের জাগিয়ে নেব এবার হাতে
বুক বরে নেব সৌরভ।
তাদের মাতাল করা সৌরভে
আমি ঘুমিয়ে পড়ব তাদের উপরে
বাষ্প হয়ে মিশে যাব দূর আকাশে
থাকব না আর মানুষের ভিড়ে।