আমি ছয় ঋতুর একটি বর্ষা
আমার পানে কেউ করিবে না আশা
আমি দিতে পারিব না জল।
আমি মৃত বৃক্ষের জির্ন কাঠ
জ্বালাইতে পারিব না অনল।
আমি মুগ্ধ করা ডালিয়া
নয়তো হাছনাহেনা।
আমার কাছে পাইবে অন্ধকার
খুঁজিয়া পাইবে না জোছনা।'
আমি টানিতে পারি স্বপ্নের পথে
তুলিতে পারি না পূর্ণের রথে।
আমি অস্থায়ি চোরা বালি
দাঁড়িয়ো না আমার উপরে
নিমেষে যাবে হারিয়ে।
আমি অচেনা ভুল
বাড়িও না পা এদিকে
ডুবে যাবে পাপের সাগরে
যেতে পারবে না পূন্যে ধারে।
কেউ আসিবে না আমার সাথে
আমি তুচ্ছ ফেনা গরম চায়ের কাপে।
কেউ যদি রাখ হাত আমার শূন্য হাতে
হারিয়ে যাবে অন্ধকারে
খুঁজিয়া পাবে না নিজেকে।
থাকো তোমরা আমার থেকে দূরে
উপভোগ করো ভুবনের সুন্দর আলো কে।।