নেশা মাখা ধরণী মোহে
চরণ গতি মন্থর স্বর্গ জয়ে
হিয়া যাচ্ছে ভুলে বারে বারে
আমি থাকব না ধরণীর আভার তরে
আমি চিরস্থায়ী ও পারের অন্ধকারে।
স্বপ্নে ভিবর চার দেয়ালের মাঝে
কী করে যাওয়া যায় অর্থের বৃক্ষের
ছায়ার তলে।
দেখিনিত স্বপ্ন ভুল করে
বস্ত্র অনাটনে যে শিশু পথের ধারে
পীড়া মাখা শীতের নৃত্য করে
গরম বস্ত্র জড়িয়ে দিতে
শীতে আক্রান্ত তাঁর মলিন কায়াতে।
হয়েছি সময়ের ভিখারী
অর্থের চুড়ায় দিয়ে হামাগড়ি
মোহের চাদরে পড়েছে ডাকা
চার পাশে আছে যত কষ্ট  রাখা।।
সব কিছু মূল্যহীন নিজ আখিতে
নিজেকে করতে গিয়ে
সবার চেয়ে নামি দামি
যাচ্ছি ভুলে নিজের আগামি
নিজ অর্জিত অর্থে পড়বে ধূলা বালি
শুধু থাকব না আমি।।।।।।।
8:59am
24/11/014