করতে পারিনি প্রসারিত
দেখেছি কাঙ্খিত স্বপ্ন যত
তুবো অতীত স্বপ্নে হয়েছি মত্ত
জানি মোর স্বপ্ন গুলো বিকৃত।
নির্গুণ নিজ চিত্তে
প্রাণবন্ত স্বপ্নের বৃত্তে
প্রতিক্ষণে নিবৃতে
তোমায় নিয়ে আঁকি আলপনা
স্বপ্ন গুলো নয়তো দুর্মনাঃ।
তুমি দেখছ মোর আলপনার ছায়া
নিষধ ভাবে যদি তোমার হিয়া
তবু করব তোমায় মিনতি
এই আলপনায় নেই নষ্টমতি।
এই আলপনা দেখিও ছুঁয়ে
বিধবে না কাঁটা
হাত যাবেনা পুড়ে
হবে না তুমি অভিশপ্ত।
খুঁজে পাবে হয়তো
জীবনের এক শ্রেষ্ঠ মুহুর্ত।
তোমায় নিয়ে স্বপ্ন দেখা
এতে যদি লাগে তোমার ব্যথা
নিজ মনে করেদিও ক্ষমা
মনে রেখো তোমায় নিয়ে স্বপ্ন দেখা
আমি ছাড়তে পারবো না।।।