ভূলোকের কোন পল্লীতে আছো মায়াবিনী।
তোমার ভাবনায় কাটে মোর দিন রজনি।
কখন এসে রাখবে তুমি এই হৃদয়ে তোমার চরণ খানি।
খুলে রেখেছি তোমার জন্য মোর হৃদয়ের দ্বার।
শূন্য হৃদয় তামার লাগি করে হাহাকার।
তুমি ছাড়া এই হৃদয় খানি নীরন্ধ্র অন্ধকার।
আমার দুই ঠোঁট হয়ে আছে চৈত্রের মাঠ।
তোমার মধু মাখা চুম্বনে নামাও আষাঢ়।
তুমি আমার হৃদয় মরুর মরুউদ্যান।
তোমার আগমনে মোর সকল ক্লান্তির হবে অবসান।
আমি তোমার হৃদয় ক্যানভাসের চিত্র শিল্পী।
নানান রঙে রাঙাবো তোমায় যতনে রেখেছি রং তুলি।
তোমার পুলকে আমি হবো পুলকিত।।
পূর্ণের রথে তুলে দিব দুই জনের আছে স্বপ্ন যত।
চলতে থাকবে রথ থামবেনা মাঝ পথে।
দুই জনের নেত্রপল্লব কোইবে না কথা দুঃখ বারির সাথে।
মায়াবিনী তোমার অপার প্রিয়তায় যাবো হারিয়ে।
অপেক্ষার প্রহর শেষ হোক না এবার এসো মোর শালে।
তোমার রূপের জ্যোৎস্নাতে করব আমি স্নান।
তুমি ছাড়া পূর্ণ নয় আমার একাকীত্ব প্রাণ।
তোমার মায়াবী স্বরে শুনাবে মোরে মধুরা গান।
27/04/015
09:00am