এক মুঠো স্বপ্ন দিলাম তোমার হাতে
তুমি তাকে ভালবেস দিবা রাতে
হবেনা কোন ক্ষণে অপ্রীত
মন্থর পীড়ায় হবে না আক্রান্ত।
দাহিত স্বপ্নকে দিওনা নিবিয়ে
প্রবল অন্ধকারেও রাখিও জ্বালিয়ে
বানিয়ো তাকে জীবন প্রদীপ তারা
প্রতি ক্ষণে সে ছড়াবে আলোর ধারা
মিছে মিছে তার উপর করিও না রাগ
আপন হিয়ায় তাকে করিও সোহাগ
স্বপ্নকে ধনুক বানিয়ে
লক্ষকে করো তীর
আঘাত করো লক্ষবস্তুতে
সামনে যতই অশুভ করুক ভীড়
তুমি খুঁজে পাবে
বাস্তবতার নীড়।
জানি না আমি পারবে কি তুমি
বৈতে এই স্বপ্নের ভার
যদি পেল ছুড়ে আমায় ভুলে
সে দিন আমি ফিরব আবার।।