বক্ষে আমার নীরব পীড়া
দরজায় কে নাড়ে কড়া
করতে পারিনা প্রকাশ
আভা ছাড়া আমার ধরা
অন্ধকার এই আকাশ।
আভার সাথে আলোচনা
হিয়া আমার করতে চায় না
হবে না সে নত
অন্ধকারে লালন করে
নিজের রাজত্ব।
অনিলের সাথে মান অভিমান
ছুতে দেবনা দেহ।
মনে পড়ে না অনিলের আহবান
পেয়ে পাখার স্নেহ।
মৃত্তিকা ক্ষিপ্ত মোর চরনের সাথে
চরনের ছাপ সইবেনা সে
তুলে দিলো ফালংকেরি হাতে।
লাজুক মনে আড়াল থাকে
সুপ্ত রাতের শশী।
শীতল আভা পড়ে নয়নে
দেখিনা তার হাঁসি।
পুকুরের বদ্ধ জল
করে টল মল
করছে ভীষণ কান্না।
আমার মত তার উপরে কেউ
সাঁতার কাটে না।
উড়ো মনে পাখ পাখালি
করে আমার খোঁজ
গভীর রাতে ভুতম পেঁছি
ডাক শুনিয়ে যায় রোজ।
প্রকৃতি তার সব মায়া থেকে
করল আমায় পর।
ব্যাথা আমায় ভালবেসে
আমার ভিতর, গড়লো বসত ঘর।
ব্যাথার সাথে প্রতিক্ষণে
হয়যে রাগা রাগি
ব্যাথা আমায় তুবো ছাড়েনা
করে রাখলো তার সাথী।
ঐ পারেতে মিছিল মিটিং
চলছে সারাক্ষণ
ওদের দলে আমায় নাকি
খুবি প্রয়োজন।
আট চাকার এক যান
করছে আমায় স্বরন
হঠাৎ করে আমার কাছে
করবে অবতারণ।
মজা করে ছড়বো আমি
যাব ঐ পারে।
চিরস্থায়ী নাম লেখাব
তিমির এর ঐ দলে।
মাঝে মাঝে আসব ফিরে
আমার হৃদয়েরি নয়ন জলে।।।