বুক পকেটে রাখা ভেজা স্বপ্ন গুলো
রোদ করেছে চুরি।
মাতাল হাওয়ায় উড়ে গেলো
আমার স্বপ্নচারী ঘুড়ি।
জীবন কাননে খুঁজে পেলাম না ফুল
পেলাম শুধু কাঁটা।
সুখের জোয়ার দেখিনি কখনো
দেখেছি শুধু ভাটা।
ফ্রিজিয়াম গুলো তন্দ্রা যায় মোর
বালিশেরই তলে।
গল্প করার ইচ্ছে ছিল শত ডাকে
তারা উঠলনাতো জেগে।
নয়নের মাঝে অশ্রু হাঁসে
ঠোটের কোণে কান্না ভাসে।
জীবন তরী ডুব দিয়েছে
বিষাদ জলের মাঝে।
অর্থহীন সুখি আভার কিছু কল্পনা
আমার মাঝে করে বাস।
পারিনি তাদের দেখাতে জ্যোতি
দেখিয়েছি অন্ধকার আকাশ।
হতাসার কুয়াশায় শিশির ফোটায়
একটা শব্দ দেখতে পাই।
চারি দিকে শুধু অন্ধকার
কোথাও এক ফোটা আলো নাই।
দূর থেকে কে যেন চিৎকার করে বলে
ভয় নাই তোর পাশে আছে দাদা ভাই।