অন্ধকারে রূপালী কুয়াশায়
প্রভাতে সোনালী আভায়
নীল শিশির ফোটায়
আমি তোমার ছায়া দেখতে পাই।
সবুজ প্রাণের ডাকে
আলো আসছে ঝাকে ঝাকে
কামুকি অন্ধকার পথ হারিয়ে
কাচের মত যাচ্ছে ভেঙে।
তুমি আসতে নেই আর বাঁধা
বোবা মন বলতে ছায় কথা
ছুটি ছায় চিত্তে জমে থাকা
বিষাদ মাখা ব্যাথা।
তুমি এসে দিবে ছুটি
একটাই তাদের মিনতি।
রক্তিম নয়ন জল সচ্ছ হতে ছায়
শীতল বারি নিয়ে এসো তুমি
তৃষিত বারান্দায়।
উষ্ণ চায়ের কাপে জমে থাকা
ঘন ভালবাসা।
রয়েছে তোমার অপেক্ষায়।
কান্নায় পড়ছে ভেঙে
তোমার কথা ভেবে ভেবে
এই হৃদয়হীন মূর্তিটা।
কালো নেত্র মনি
দেখায় আলোর খনি
ফিরে এসো এবার দূরে থেকোনা আর
কুহকী অভিমানী।।।।।