পড়েছে হিয়ায় পড়েছে বসন্তেরি ছায়া
ফালগুনের অগ্নিতে রমনির দগ্ধ কায়া
অনিলের সাথে মিশে আছে পাগল করা সুবাস
নীল রঙে ছেয়ে আছে মায়াবী আকাশ।
গগনের সাথে খেলা করে সাদা টুকরো মেঘ
কুহু কুহু স্বরে কোকিল প্রকাশ করে
যা আছে অন্তরে জমে থাকা আবেগ।
মধুজীবী তুলেছে সুর ফুলবনে
আপন মনে নিত্যকরে মধু আহারনে
মধুকোষ পূর্ণ হবে এই বসন্ত দিনে।
কলরব তুলেছে পাখি প্রকৃতিতে
তৃষিত ধুলা সুপ্ত যায় বিক্ষ পল্লবে ।
মধু রসের বার্তা নিয়ে ফোটেছে মকুল
মিলনের লাগি প্রকৃতি হয়েছে আকুল
ফুলে ফুলে সাজতে তার হয় নি কোন ভুল।
উষ্ণতা বাড়িয়েছে রবি বসন্তের উল্লাসে
ধুলায় মাখা প্রকৃতি হঠাৎ ভিজবে বৃষ্টিতে
ললনা গুজেছে ফুল দীঘল কালো কেশে
ললাটে বসিয়েছে রক্তিম টিপ
বলছে কথা হেসে।
প্রকৃতি মধুর সুরে বলে যায় বসন্ত এসে গেছে
ফালগুনের অগ্নি গায়ে মাখছে সবাই
বসন্ত ভালোবেসে।