ভেবেছি অনেক আর না ভাবনা
করেছি অনেক আর না কল্পনা
দেখেছি অনেক আর না স্বপ্নকণা
শুনিয়েছি অনেক আর না আবেগি ঝর্ণা
দেখিয়েছি অনেক আর না ভবিষ্যসূচনা
বলেছি অনেক আর না যা ছিল অজানা
খুঁজেছি অনেক আর না তৃপ্তি বাসনা।
ছেয়েছি অনেক আর না শশীর রূপালী জ্যোৎস্না।
বন্ধ করেছি অনেক আর না নয়নের লোনা।
লুকিয়েছি বিষাদ দেখিয়েছি হাসি আর না
অভিনয় মনা।
এই বার রইলাম ছেয়ে ঐ গুরনি কাটার দিকে
হা হা হা দেখি সে কি বলে।
সেও যদি হয়ে থাকে বোবা
নাই বলে কথা।
আমি ও জোর করে কিছু বলতে বলব না
আমি শুধু নত যানু হয়ে যে আছে মেঘের
আড়ালে লুকিয়ে সর্ব বল নিয়ে
আমার শ্রেষ্ঠ বিধাতা।
তারে কাছে পাঠাব আমার অন্তরালে লুকানো
সব বার্তা।
করি আমি বিশ্বাস তাইতো নিতে পারি
চিত্ত জুড়ানো হিম নিশ্বাস।
যদি যায় উড়ে রাগি কোন ঝড়ে
আমার সাজানো মায়াবী কুটির
আমি হবোনা মরুর বালি
তরল হয়ে তখন প্লাবন হব বিধাতা তোমার বাড়ি।