আমি হায়নার মতো,
মৃত,পচা গলিত মাংস খেয়ে,
ঝিমিয়ে থাকিনা কোনো স্যাতস্যাতে মাটির
নিরব গুহায়,রাতের চব্বিশটা ঘন্টা।
আমি সেই কালো কাকের মতো,
রাস্তার এটোপাটা খেয়ে,
পরে থাকিনা রাস্তার এক কোনে।


আমি সৈনিক, এক সাহসি সৈনিক
যে যুদ্ধে জীবন বাজি ধরতে পারি।
আমি সৈনিক, সেই সৈনিক
যেকিনা প্রাণ হাতে নিয়ে লড়তে পারি।


আমি সৈনিক, সেই সৈনিক
যেকিনা এক কাধে কষ্ট আর
অন্য কাধে বন্দুক নিয়ে লড়তে পারি।
আমি সৈনিক, এক সাহসি সৈনিক
যে কিনা নিজের মনের সাথে
নিজেই লড়তে পারি।