আমি এখনো একুশ দশকের প্রেম বুঝিনা,
দামি রেস্টুরেন্টের ম্যানুকার্ড কিংবা
লংড্রাইভ,  ফেন্সী ড্রেস অথবা দামী গিফটের ভিতরে ভালোবাসা খুজি না।
ম্যাসেঞ্জারের টুংটাং শব্দের জোড়ে তোমায় ভাবি না।
আমি হলাম বিশ দশকের শেষের দিকের এক প্রকৃত প্রেমিক,
যে কীনা শুধু  তোমার চোখের দিকে তাকিয়ে কাটিয়ে দিতে পারে কয়েকশো বর্ষ-শতাব্দি বছর,
কিংবা তোমার উষ্ণ হাতে হাত রেখে হেটে চলতে পারে কয়েকশো মাইল আপদে ভরা পথ।
আমি হলাম বিশ দশকের এক প্রেমিক,
যে কীনা এক ঠোংগা বাদামে ভড়িয়ে দিতে পারে তোমার মায়া ভরা দুচোখ,
যে দুচোখ শুধু আমায় দেখতে কাতর।
আমি হলাম একুশ দশকে জন্ম নেওয়া এক প্রেমিক,
যে কীনা এখনো বিশ দশকের প্রেমিকের মতো তোমায় নিয়ে সারাটা জন্ম কাটিয়ে দিতে পারবে।