আমরা অতি সামাজিক মধ্যবিত্ত,  
গরম চায়ের সাথে করি দেশের রাজনীতি তুলাধুনা
মন্ত্রী, এমপিদের দিই গালাগাল  
সেই আমরা, পাড়ার গুণ্ডাদের অন্যায় করতে দেখলে
ভয়ে মুখ লুকিয়ে যাই পালিয়ে।  

আমরা অতি সামাজিক মধ্যবিত্ত,
আড্ডার ছলে অর্থনীতি, বেকারত্ব, স্বজনপ্রীতি নিয়ে করি ব্যাপক সমালোচনা,
দেশের চালকদের দিচ্ছি দোষারোপ    
সেই আমরা সুযোগ পেলে,
নিজের সন্তানের জন্য
শালা, মামাদের কাছে করি চাকুরীর প্রার্থনা।  


আমরা অতি সামাজিক মধ্যবিত্ত,
আমরা সর্বদা করি আক্ষেপ
কেন জন্মালাম এই দেশে
দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে আছে ব্যাপক আপত্তি
সেই আমরা ছেলেমেয়েদের ভবিষ্যত উৎকণ্ঠায়  
অতি গোপনে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র কিনি ।


আমরা অতি সামাজিক মধ্যবিত্ত,  
কেমন করে চলছে দেশ
পরিবাহনখাতে কত অব্যবস্থাপনা
দেশের নিয়মিত হচ্ছে  দুর্ঘটনা
এই নিয়ে আমাদের শত আলোচনা
আবার সেই আমরা অফিসে দ্রুত পৌঁছানোর জন্য
দিচ্ছি  বাস চালকদের তাড়না ।