আলো আধারের খেলা
জমাট বাধা সংশয়ে
বৈশাখের ঝোড়ো হাওয়া ভাবায় আমায়;
তবুও লিখছি তোমায়
সূর্য, তুমি গ্রীষ্মের তপ্ত অনুস্বর
চিরদীপ্ত তুমি
ধরার অসীম শক্তি তুমি
আমি জল, তাই অদৃশ্য
মেঘ হয়ে করি তোমায় আড়াল,
তবুও
বৃস্টি হয়ে ভেজাতে চাই গ্রীষ্মের খরতা,
বসন্তের হাওয়ায় স্বপ্নীল আমি
অবশেষে শুভ্রনীল আকাশে
তোমার মিস্টি বারতা
আমায় করে প্রশান্ত
আমার মেঘ, আমার বৃস্টি তোমায় ছাড়া অপ্রকৃত
আমি জল, তাই তোমার জন্য অবশান্ত