বেলা এলো বলে
মুগ্ধ মন
স্নিগ্ধ আভা
সস্বরে বিনিত মোহে
নিবিত আমি,
অনুভবে ভালোবাসা
স্বপ্নঘোরে আমি,
স্মরণে এক লাবন্যময়ী
যার নম্রতা
আছে সংগোপনে
তার ছোয়া
আছে সন্তর্পনে
এ যেনো বিভ্রমের অন্তরালে
এক স্বপ্নজাল


তবুও লাবন্যের আকাংঙ্খায়
প্রনয়ের প্রবল প্রতীক্ষা,
এরই মাঝে বাস্তবতার
এক অশনীসংকেত
যেনো ছোয়ার মাঝে অবাস্তবতা
যেনো স্বপ্নের নতুন আলোকায়োন,
গোধূলির ভাবনায় শংকিত হৃদয়

স্মিত গোধূলিক্ষনে
আশা নিয়ে
নিয়তির টানে
ভালো থাকা
মোহে বাচা,
ছোয়ার স্বপ্নে
ধূসর বাস্তবতা,
স্বপ্নই তাই সব


এরই মাঝে হঠাৎ
স্বপ্নময় ক্ষনের দেখা
স্পর্শের অনুভবে
আলিঙ্গনের দৃশপট
সম্মিত দুই সত্তা,


বেলা শেষ হবে বলে,
বাস্তবতার ফের নিস্ঠুরতা


গোধূলিলগ্নের বিদায়বেলায়
দায়মুক্তি নিয়ে
স্বপ্নের নির্মল পরিহাস