বিবর্ন এই সময়ে এক বিভ্রম রাতে
স্বপ্নের আলোড়ন কাদায় আমায়
ফুল হয়ে ফোটে না পূর্নিমার চাঁদ
আমার মনে,
রংধনু রূপে আসে না স্ববির হৃদয়ে,
ঘটে না আলোকিত সত্তার বিস্মিত বিচ্ছুরন;
কেটে যায় সময়
থেকে যায় স্বপ্ন
রয়ে যায় আহত সত্তার লুন্ঠীত আর্তনাদ,
কবে ফিরবে সুসময়;
তাও খুজে ফিরি তোমায় দ্বিধার অন্তরালে
স্যতি হবে কি তুমি?
স্বপ্নে বিভোর আমি,
আলোকিত সময়ে ফিরবে সৈই
তারাময় অমাবস্যার আকাশ
ফুটবে হৃদয়ে বেলী ফুল
মো-মো গন্ধে এক মোহিত সত্তা
যেন উল্লসিত সত্তার উদ্ভাসিত বিজয়;
তবুও হিল্লল্লিত হয় না হৃদয়
শংকা জাগে মনে
সত্যি হবে কি তুমি?
দ্বিধান্বিত স্বপ্ন দ্বিধানিত আমি
রয়ে যায় সত্তার ক্ষোভ।


স্থান: ঢাকা
সময়: ১২:৫৬,  ০৫/০৩/২০১৮