চনমনে সরবতার
বিমোহিত অভিষেক
শ্রুতিময় শ্রবনে নিরব পথিক,
সরল-সরব পথে চলছে
এলোমেলো পথিক,
বলে-কয়ে পারে না বুঝাতে
পারে না ফুটাতে স্বরলয় আলাপন,
ভাবালাপ হয় কুন্ঠীত
কল্পনা হয় লুন্ঠীত
লজ্জিত পথিক বিড়ম্বিত,
পারে না সে সরবতাকে সুহাসী করতে
তবুও চলে সরলতার আলাপন
তবুও সময় থেমে নেই
এতটুকুও ক্ষমা নেই তার
আবার আলোর আশায়
সময় নিস্বেষ হবে বলে  গোলমেলে পথিকের
কৃতজ্ঞতার  ব্যার্থ প্রয়াস।।