উদ্দীগ্ন সময়ে ব্যাথিত কবিয়াল
প্রশান্ত নদীর কুৎসিত রূপায়ন
তবুও সাবলীল কবিয়ানার তত্তকথা
যেখানে উর্মীল সত্তার শতরঞ্জি
সেখানে স্বশাসিত মানুষিকতার বিচরন,
অথচ বহুরূপী আজ সাহিত্যগাথা
নেই সত্তার আলোতে
করব মোরা বিজয়ের স্লোগান
নেই সবলীল সাহিত্যের গুনাচার
নেই কলমের নি্বে
মনুষ্যতের ছোয়া
সাহিত্য আজ পরবাসিত
সাহিত্য আজ নির্লজ্জ সত্য
কুৎসিত সত্তার সম্মিলিত বিচরন,
তবুও অবলীল আজ কবিয়ানার সাতকাহন
উদ্দীগ্ন স্বতী কাব্যিক সত্তা,
শিক্ষা আজ নির্মমতা
স্বশিক্ষাই আজ প্রাচুর্যতা,
কবিয়ানায় বিস্মিত সত্য
ঘুনেধরা সমাজের অযাচিত আলো
অশিক্ষার আদলে গড়া মনুষ্যত
শিক্ষার চয়নে চাটুকারিতা
যেন বিচক্ষনতার নিপীড়িত প্রয়োগ
সভ্যতার যোযন-যোযন দূরে মোরা
মোরা জীবন নদীর দূষিত বাহন