চৈত্র মাসে    রোদ্দ হাসে
      ছড়ায় অনেক আলো
   আলোর তাপে   শরীর কাঁপে
         চেহারা হয় কালো।
    পানি ঝরে    বেয়ে পড়ে
        শরীর থেকে বেশি
    দেহের লোমে   যাচ্ছে ঘেমে
         পড়ছে দিবানিশি।
     গরম তাপে    আছি চাপে
          অস্থির করে তুলে
      শান্তি খুঁজে    গেছি বুঝে
          সব কিছু যায় ভুলে।
     এতো গরম   লাগছে শরম
            কি করে যে বলি
      গরম দেহে    জলছি ওহে
          নিজের মতোই চলি।