আমার হাজারো কিছু করতে ইচ্ছে করে।
কিন্তু পারি না।
আমি মুক্ত আকাশের নিচে
কিন্তু নিজেকে বন্দী মনে হয়।


আমার হাত খোলা, আমি কবিতা লিখি।
কিন্তু আমার কলম এগোয় না, মনে হয় আমার হাত শিকলাবদ্ধ।
আমার মুখে কোনো জড়তা নেই, আমি চিৎকার করে আবৃত্তি করতে চাই। কিন্তু মনে হয় আমার গলায় যেন ফাঁস।


আমি উদ্ধত বাতাসে শুদ্ধ অক্সিজেন নিতে চাই,কিন্তু মনে হয় আমার বুকে টন টন পাথর চাপা।


তাহলে কী আমি পরাধীন?  
উত্তর খুজি...
অবশেষে উত্তর আসে-"তুমি তো হীনমন্যতায় মগ্ন। তুমি দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ, তুমি নিজের ভেতর থেকে নিজেকে স্বাধীন করতে পারো নি"