দুইবছর শেষ,
এক্টিভিজমের কিংবা শুয়ে থাকার;
বিপ্লবের কিংবা সুট্টা টানার।
অফলাইনে লিংবা অনলাইনে;
চাই আমার দুইবছর।


হাতে কলমে না হোক পেন্সিলে কাগজে;
চাই আমার দুইবছর।
দুইবছর চাই কর্পোরেট সন্ত্রাসের বিরুদ্ধে লাল শ্রমিকের।
দুইবছর চাই সরকারি গোলামগো বিরুদ্ধে - ঘর্মাক্ত মধ্যবিত্তের।


এম্বুলেন্সে স্যাচুরেশন লেভেলের লগে জং করা জঙ্গীর,
প্লাস্টিকের ঠোঁটে চুমু খাওয়া প্রেমিক,
ভাববাদ গেলানো গোয়ালঘরের জন্মদাত্রীর
তারা বই লেখে দুইবছর চাই।
সম্পাদনা করে হাল আমলের গোঁড়া মধ্যযুগীয় বর্বর।


প্রচ্ছদ ও তৈয়ার, ভূমিকা নাই।
       ছাপাখানা? সেটাও আজ দুবছর বন্ধ।
উৎসর্গ করা হয়- দুইবছর ফেরত চাওয়া বান্দাগো।