আবেগ এবং কবিতা
জাহিদ খান


আবেগ যে বিক্ষেপ নেয়,
ভাবনা হয় উদ্দীপ্ত,
বিচারের অতীত ও ভবিষ্যত,
কবিতা পূর্ণতা পায় প্রেমের ভূমিকায় ।


মনের আবেগ, ভাবনা আঁকে,
শব্দের অলঙ্কারে চিত্রিত হয়,
কবিতা সৃজন করে আবেগের,
প্রকাশ পায় আলঙ্কারিত আভা ।