আমার বাংলাদেশ
জাহিদ খান


আমার বাংলাদেশ, আমার ভালোবাসা
তোমার ঘুমের ভেলায় পৌঁছে দেখি,
তোমার বুক চিরে বহমান পদ্মা মেঘনা যমুনা
যা আমাকে এক সমৃদ্ধ পরিচয় দান করে।


কবিতায়,উপন্যাসে, গল্পে সমৃদ্ধ তুমি
শস্য শ্যামলে উর্বর এক ভুমি
যে ভুমিতে ঘুমিয়ে আছে দেশপ্রেমে
জীবন উৎসর্গ করা লাখো মুক্তিকামী।


মাঠে সবুজ শস্য,নদীতে জলের ঢেউ
এর অপার সৌন্দর্য, প্রশান্তির পরশ
মায়ের আচলের ছোয়া,মাটির গন্ধ
মাতৃপ্রেমি ছাড়া পাবে না কেউ।


গ্রামে গঞ্জে বাজার হাট আর ঘাটে
সরল প্রাণ বাঙ্গালীরা আনন্দ উল্লাসে,
মাতোয়ারা থাকে যেনো উৎসবের ধারা
বাতাসে ভাসে জাতীয় শহীদদের নাম।


অসীম ভালোবাসা অপরূপা মায়ের প্রতি,
জীবন উৎসর্গ করার ইতিহাস সমৃদ্ধ
এক অনন্য ত্যাগের মহিমায় উদ্ভাসিত,
যে ঐতিহ্য বিশ্বব্রহ্মান্ডে  আর কারো নেই।