আমি আমজনতা
-জাহিদ খান


আমি আমজনতা ভাই
বাজার করার সাধ্য আমার নাই।
আলু,করলা,পটলের দাম শুনে
উথাল পাথাল হয় যে শুরু মনে।
আদা রসুন তেলের তেলেসমাতি
চিনি,চাপাতা ধরে জোরে যাতি।
সাবান সোডা লবন ডালের কথা
শুনেই ধরে উচ্চ মাথা ব্যাথা।
মাছ মাংস দিবা স্বপ্ন ভাই
কাছে ভেরার সাধ্য আমার নাই।
ভাবনায় আসে ডিম দুধ আর কলা
সামর্থ্য নাই সাধ্য ঝুলায় মুলা।
মেয়ের কান্না খাবে আজি মাছ
বড়টিও অনশনে আজ।
বাসা থেকে বেরোই সন্ধ্যা মেলা
বলি তাদের আজ কাজ যে মেলা।
ফিরবো আমি অনেক রাত্রি হবে
যা হোক খেয়ো কাল যে মাছ খাবে।
বলেই আমি সামন পানে চলি
আর ভাবছি কত মিছে বলি?
দুদিন চলে এমন ফাকির ছলে
সন্তানরা নানান কথা বলে।
আজ ভাবছি ধার করে কিছু টাকা
কিনবো কটি পাঙ্গাসের ই চাকা।
এভাবেই চলে আমজনতার দিন
মরার পরেও থেকে যাবে ঋণ।