আমি ধবংসের দুত
জাহিদ খান


আমি ধবংস আমি প্রলয়
সব কিছু করি ক্ষয়,
আমি হিটলারের এটম বোমা
চেঙিস খানের তরবারি।
অগ্নি মূর্তি ওখন ধরি,
কি করে বলো থামতে পারি?


আমি আমাকে পুড়াই
নিঃশেষ করি চারপাশ,
আমার ভিতরের অগ্নি ক্রোধ
কে পারে বলো করিতে রোধ?
সামনে যা পাই,জ্বালিয়ে দিয়ে যাই
পরে রয় শুধু সর্বনাশ।


আমার ভিতর আগুন জ্বলে
যে আগুণ রোধে সাধ্য কার?
দাউ দাউ জ্বলে,চেষ্টা যায় বিফলে
থাকে না কিছুই বাচার আশ।
সব কিছু জ্বেলে নিভু ছাই ফেলে
নিজেকে করি অঙ্গার।