আমরা যারা মানুষ ভাবি
- জাহিদ খান


আমরা যারা মানুষ ভাবি
আসলেই কি মানুষ তারা?
হাত যে আছে দুইটি মোদের
সাথে আছে দুইটি পা,
অসহায় কেউ চাইলে খাবার
দূর বেটা তুই দূরে যা।


আমরা যারা মানুষ ভাবি,
আসলেই কি মানুষ ভাই?
সুযোগ পেলেই নানান ছলে
করি যে ভাই উপরি কামাই।
ভাবি না তো নিজের জাতির তরে
নিজে বাচলে আর কি চাই?


আমরা যারা মানুষ ভাবি
আসলেই কি মানুষ মোরা,
মানব সেবার ব্রত নিয়ে
শিক্ষা জীবনে শপথ করে
মণী ঋষির জীবনি পড়ে
নিজেই যে হই পুকুর চোরা।


আমরা যারা মানুষ ভাবি
নামেই মানুষ জানি কি তা?
করিনা তো দায়িত্ব পালন
উপরি পেলেই হয় হি হি হা হা
অসহায় রা আড়ালে মোদের
ভাবে শকুন রক্ত চাটা।


আমরা যারা মানুষ ভাবি
আসলে কি মানুষ ভাই?
ঘাসের লন আর ছাদ বাগান,
তিন হাজার ফিট আবাস যে চাই
ভাবিই না তো ঘুনাক্ষরে
যাবো সবাই এক ঘরে
যে ঘরের মাপ আলাদা নাই।