অশ্রু ও ধ্রুবতারা
-জাহিদ খান


পথের প্রান্ত রেখা ধরে
হাটছি আর ভাবছি
কি সে ভাবনা?
কেমন করে কই?
নিজের দোষেই আমি
বিবর্ণ হয়ে রই।


চলার পথে চলতে চলতে
হৃদয়ের কথা বলতে বলতে
কখন কে কেমন করে
বেধেছিলাম তাকে হৃদয়ের ডোরে
সকাল দুপুর সন্ধ্যা ভোরে
চলতো কথা অগোচরে।


এভাবেই সঙ্গোপনে
একে অপরের পানে
ছুটে গেছি মনের টানে
হঠাৎ যদিও অবচেতনে
অভিমান আর টান পোড়নে
থাকতাম মোরা দূর সোপানে।


আবার সেই অভিমান ভুলে
নিতাম দুজনে সেল ফোন তুলে
চটুল প্রেমের মিশ্র ধুনে
ভেসে যেতাম সুখের উজানে
কি সে সুধা মন মুকুরে
স্নাত হতাম প্রেম সাগরে।


সত্য কথার রশ্মি কনায়
আবার বিরহ দেয় উকি দেয়
কালবৈশাখী ঝড়ের ন্যায়
পেজা তুলোর মতো করে দেয়
নিজের ভুলের দায় চাপিয়ে
যায় চলে আমায় কাদিয়ে।


একদিন জানি বুঝতেই হবে
দেখবে সবাই এই ভবে
কাদবে তুমিও নাও জেনে
তখন যে তার নেই মানে
হয়ত হবো ধ্রুবতারা
হাত বাড়িয়েও যাবে না ধরা।