আত্মোপলব্ধি
জাহিদ খান


আমার আমিত্ব কে উর্ধ্বে তুলে
সত্য ন্যায়ের ধব্জা ভুলে
আত্ম অহমিকায়
ন্যায় অন্যায় রাখি তুলে।


সকলকে ভাবি মানুষ
ভাবি না রেখে স্বীয় হুশ
নরের মত হলেই হয় না নর
এদের তরে আপন করি পর।


ভাবনায় থাকেনা কি কাজ করি
কাহাকে ভুলে কাহাকে যে স্মরি
হস্তগত সস্তা সুখে ভুলে
নিজের ক্ষতিই করছি সমূলে।


দিন রাত একাকার আবেগে
করে যাই আগ পিছ না ভেবে
যদিও হয় হৃদয়ে শত ক্ষত
তবুও হইনা বিঘত নত।


আমিও মানুষ হতে পারে ভুল
ছাড় যদি দেই এক চুল
হতাম আমিও তাদের একজন
যাদের বলে সমাজ মহা জন।