বাংলাদেশ তুমি
জাহিদ খান


বাংলাদেশ,তুমি উওর থেকে সমুদ্রের সীমান্তে,  
তোমার বুকেই ফিরি মোরা দিনান্তে।


তুমি নিখুঁত ভাবে প্রাণ চাঞ্চল্যে ভরা,
শত বর্ষের ঐতিহ্যে তুমি গড়া।


তোমার বুকে কৃষক ফলায় ধান,
নিজেকে বিলিয়ে আমাদের রেখেছ মান।


বাংলাদেশ তুমি,স্বতন্ত্রতার অপার আধার,
মুক্তিযুদ্ধের ইতিহাসে ভরা তোমার অন্তর।


তোমার বুকে পূর্ণিমা,প্রজাপতির রাত্রিতে,  
সূর্যালোকে দুর্বিপাকের আধার গেছে ভেসে অতীতে।  


বাংলাদেশ তুমি,কোটি মানুষের ভালোবাসা,
চির অম্লান তুমি আমাদের ভরসা।


জ্বলন্ত প্রদীপ তুমি মানবতা প্রতিষ্ঠার,
তোমার প্রাকৃতিক সৌন্দর্য অসীম অপার।


বাংলাদেশ তুমি,আমাদের অমর কাব্য গাথা,
স্মরণ করি তোমায় গভীর শ্রদ্ধায় মেনে সকল প্রথা।