ব্যস্ত শহর
জাহিদ খান


শহরের ব্যস্ততায় অস্থির সময়,
শহরের ঢালে লুকিয়ে আছে চাপা কষ্ট।
গলির ক্যানভাসে পরাজিত শব্দ,  
যেন ধূসর নীলের বৃত্তে বন্দি সময়।  


জানতে চাই, অনেকে কোথায় যায়,  
অদৃশ্যের অজানা পথে কি চলে যায়?
ছুটছে সবাই, প্রত্যেকের ব্যস্ত সময় ,  
নিষ্ঠুর হয়ে যায় এই কর্মচঞ্চল গলি।  


পরাজিত ছবিতে সুর,সুরে মন।  
মিছিলের সংগীতে উচ্চরবে শ্লোগান।  
শহরের গলিতে চাপা আছে নীরব কথা,  
মনের ভেতর দোলে নির্মম ক্ষণ।  


শহরের জীবন,ব্যস্ততায় ঠাসা,
তবুও বিশ্বাস করি,তবুও অপেক্ষা।
এ যেনো নিরুপায় আত্মসমর্পণ,
চলছে জীবন শহরের মোহমায়ায়।