বিষন্নতায় আশার ছোয়া
জাহিদ খান


বিষন্নতা ছুঁয়ে গেলে মন,
আলোর আশায় ভরে ওঠে কণ্ঠ।
দিনের কোমল আলো ভাসে,
মনের অন্ধকার ছায়া করে লক্ষ্য।


শূন্যতায় ডুবে থাকে মন,
আশার অজানা দিকের হাতছানি।
কারো আসা, আশা জাগে মনে,
জীবনের কথা শুধু নীরবে কাদে।


বৃষ্টিতে চোখের জল যায় ধুয়ে,
মনের অন্ধকারে বিষণ্ণ রহস্য।
কতটা পথ পেরিয়েছি তার সনে,
উঁকি দেয় বিষন্ন মনের কোনে।


তবু জীবনে আলোর আশা বেচে রয়,
ছুঁয়ে দিয়ে যায় হৃদয়ে সুখের পরশ।
বিষন্নতা হারিয়ে যায় আলোর সমুদ্রে,
আশার বাতাস ছুঁয়ে,ভরে ওঠে মন।