বন্ধুত্ব
জাহিদ খান


হৃদ মাঝারে লালিত থাকে বন্ধুত্ব,
ভালবাসা দিয়ে বোনা নকশিকাঁথা।
নিঃসঙ্গ দিনে সূর্যের উষ্ণ আলিঙ্গন
বন্ধুত্ব মানে হৃদয়ে প্রশান্তির বাতাস।


বন্ধুত্বের যাত্রা মসৃণ সমতলে নয়
জীবনের পাথুরে যাত্রার পথে,
যুগল হেটে যাওয়া সব বাধা পেরিয়ে
হাতে হাত রেখে হাসি আর কান্নার সারথি।


বন্ধুত্ব হৃদয়ের একটি স্ফুলিঙ্গ,
তাৎক্ষণিক  সংযোগ ও বিশ্বাস
যেখানে নিজেকে সমর্পণ করা যায়
যেভাবে হরিণ থাকে অভয়ারণ্যে।


বন্ধুত্ব একটি ভয় তাড়ানি গান
আমাদের আত্মাকে করে শান্ত
এর সুর অনুরণিত হয় হৃদয়ে
দৃপ্ত পায়ে এগিয়ে চলার প্রেরণা।


বন্ধুত্ব মানে সীমার মাঝে অসীম
ভাগ করা হাসি এবং অশ্রুর অংশীজন,
মার্জিত আনন্দের উৎসস্থল
নির্ভরতার প্রতিচ্ছবি ও বিশ্বাসী স্বত্ত্বা।


বন্ধুত্ব সৌন্দর্যের  বিভাজন জানে না
নতুনের জন্য ভোলে না পুরাতন,
কথায় ও আচরণে থাকে আত্নার টান
গড্ডালিকা প্রবাহ থেকে রাখে দূরে।


বন্ধুত্বের ভিত্তি যত্ন, লালন ও বিশ্বাস
পরীক্ষিত নিঃস্বার্থতার প্রতিচ্ছবি,
যা কখনো ভুল বোঝায় হয় না ধ্বংশ
সমুন্নত থাকে জীবনের গতিতে।


বন্ধুত্ব স্রষ্টার দেয়া শ্রেষ্ঠ উপহার
সচরাচর যায় না পাওয়া কোথাও
জীবনে যদি দু'চার জন কভু পাও
বন্ধু সৌভাগ্যে গর্বিত হতে পারো।