দ্বি-চারি মন
(যুগলবন্দী কবিতা)
জাহিদ খান


🎯 ভুলে যাচ্ছি
ভুলে যাচ্ছি সঙ্গোপনে
অপেক্ষার প্রহর গোনা
স্বপ্ন বাসর,যে বাসরের
মধ্যমনি ছিলে তুমি।


ভুলে যাচ্ছি চেনা পথ
যে পথে হেটে যেতাম
তোমার হাত ধরে সুদূরে
কল্পলোকের স্বপ্ন নীড়ে।


ভুলে যাচ্ছি অভিমান
অনুরাগ,রাগের প্রকাশ
যে প্রকাশে থাকতো
এক রাশ ভালোবাসা।


ভুলে যাচ্ছি তোমার জন্য
তেপান্তরের বিল হতে
শত লাল পদ্ম তুলে আনার
কল্প সুখের অনুভূতি।


ভুলে যাচ্ছি ঘুমের ঘোরে
কল্পলোকের চটুল খুনসুটি,
আলতো ছোয়ার শিহরণ
ভাবনার জগতের সুখের মরণ।


ভুলে যাচ্ছি তোমার স্পর্শ
বাকা চোখে তোমার
উম্মুক্ত পৃষ্ঠদেশ দেখা
আলতো ছোয়ার কল্প সুখ।


ভুলে যাচ্ছি চেনা পথে
তোমার জন্য ফুলের কুড়ি
ছিটানোর স্বপ্ন দেখা
মুগ্ধতার দৃষ্টিতে তোমাকে দেখা।


আসলে কি ভুলে যাচ্ছি?
নাকি ভুলে থাকার অভিনয়?
হয়তো আসবে সময়
এ প্রশ্নের জবাব নিয়ে।


♥️ কি করে ভুলি?
ভুলতে চাইলেই কি ভোলা যায়?
ভোলা কি এতোটা সহজ?
যাকে ঘিরেই বাহিত হয় শ্বাস।


ভুলতে চাইলেই কি পারা যায়,
স্মৃতি গুলোকে এক নিমিষে
অস্বীকার করে পথ চলা।


ভুলতে চাইলেই কি ভোলা যায়
তার স্বপ্নে বিভোর হওয়ার মূহুর্ত,
আলতো ছোয়ায় শিহরিত সময়।


ভুলতে চাইলেই কি ভোলা যায়
এতোটা পথ পেরোনার চিহ্ন
কিংবা জড়িয়ে থাকা স্পর্শ।


ভুলতে চাইলেই কি পারা যায়
রাগ-অনুরাগে যাপিত সময়
চটুল খুনশুটিতে মগ্ন বিকেল।


ভুলতে চাইলেই কি ভোলা যায়
ছোট ছোট কথায় মুখ ভার করা
সন্ধ্যা পেরিয়ে রাত্রি আসার গল্প।


ভুলতে চাইলেই কি ভোলা যায়
রেল লাইন ধরে সমান্তরালে হাটা
গোধুলি লগ্নের স্বর্ণালি স্মৃতি।