দ্বিধা
জাহিদ খান


সদা সংশয় মনে
সম্পর্কের টান পোড়ন
প্রতিদিনের কথামালা
অপেক্ষায় থাকা
যোগাযোগ এ ভাটা পরা মূহুর্তে
সুখ স্মৃতি রোমন্থন,
আপন মনে হাসা
কান্নার ফল্গুধারা
নতুন করে স্বপ্ন বোনা,
নানান ছলে বিচ্ছেদ
নিজের প্রতি ঘৃণা
নির্দয় ভাবনা, আচরণ
গোপন ব্যাথা হৃদয়ে,
মন পোড়ার গন্ধে
নাক,মুখ বিকৃতি
নিজেকে ধিক্কার জানানো
অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকা
যোগ বিয়োগের সমাহার।
ভাবনার অন্তরালে হারিয়ে যাওয়া
নিজেকে গুটিয়ে নেয়ার প্রস্তুতি
সামাজিক মাধ্যম সংকোচন,
হার মেনে নেয়া।
নতুন শক্তি সঞ্চয়ের প্রত্যয়
আবার ভাবনায় স্থাপন,
দেখতে চাওয়া কি হয়।
টক ঝাল অনুভূতি
দৃষ্টি ঝাপসা হওয়া
যেনো মনে শীতের সকাল,
ধীরে ধীরে রৌদ্রোজ্জ্বল দিন
হাফ ছেড়ে উঠে দাঁড়ানো
নতুন আশার সঞ্চার,
হয়তো আবার নতুন করে
প্রাণ সঞ্চারের আশা,
মুচকি হাসি মনে
দেখা যাক কি হয়।