হৃদয়ের ইতিবৃত্ত
জাহিদ খান


হৃদয়ে রক্ত ক্ষরণ,
সতত নিয়মিত বৃষ্টির মত,
অচেনা দুঃখের সৃষ্টি হয় তাতে,
নিরঞ্জন হৃদয়ের খাতে।


বিনিময় নেই এই ব্যথার,
সম্পূর্ণ অস্বস্তির রঙ,
চেষ্টা করে ভুলে যাওয়ার,
অপারগ শরীরে পরাধীনতা।


ধীরে ধীরে হারিয়ে যায়,
জীবনের প্রান্তটি হায়,
সম ধারায় সবার জীবন,
কাটাতে হয় মৃত্যুর সাথে ক্ষণ।


পৃথিবীতে কেউ নেই স্থিতিশীল,
সবার গতিপথ ভিন্ন বৃত্তে আকা,
একটু ভালোবাসায় মেলে দেয় পাখা,
সুফলা ভুমিতে হৃদয়ের প্রেরণা রাখা।


সময়ের চাকায় বাধা পড়ে সব,
কিংকর্তব্য বিমূঢ় হৃদয়ে হতবিহ্বলতা,
পার্থিব ধারায় চলমান জীবন,
নিঃসঙ্গ অপরাধী মনে অনুশোচনা ।


মধুর জীবনের কামনা প্রতিনিয়ত,
পাওয়া হয় না বাস্তব ভুবনে,
সময়ের প্রবাহে হারায় সময়,
যাপিত জীবনের আক্ষেপ নিয়ে মনে।