জেগে উঠুক হৃদয়
জাহিদ খান
০৮/০৪/২০২৪


প্রাতের আলোয় জাগুক হৃদয়,
স্বপ্ন ধরা দিক বাস্তব রুপে।
প্রণয়ের গানে ভাসুক সু-মন,
বিজয়ের উচ্ছ্বসিত জয়গানে।


ভালোবাসা ছুঁয়ে যাক হৃদয়ের দুপুর,
মেঘের গর্জনে উদ্বেলিত হোক মন।
বৃষ্টির প্রেমে নেচে উঠুক হৃদয়,
জীবন কে সিক্ত করুক ফল্গুধারায়।


অমানিশা দূর হোক হৃদয়ের জাগরণে,
অভিমান মুছে যাক দুটি মনের টানে।
ভরে উঠুক পৃথিবী সৃষ্টির গানে,
ভালোবাসা খুজে পাক ভালোবাসার মানে।


ফুলের সৌরভে ভরে উঠুক হৃদয়ের বাগান,
প্রাপ্তিতে ভরে উঠুক হৃদয়ের উঠোন।
অজানা দ্বিধা ভুলে গেয়ে উঠুক গান,
ভুলের অবসানে জাগুক প্রাণ।


মানব জীবন সৃষ্টি ছোট ভুল থেকে,
কাচ তুলে নেয় তাই হীরা পাশে রেখে।
ভুল থেকে কখনই কিছু যায় না পাওয়া,
এ যেনো স্রোতের বিপরীতে বৈঠা বাওয়া।


হৃদয় কে সাজাতে উদারতা চাই,
উদার মনেই মানুষ স্বস্তি সুখ পায়।
ভালোবাসা পেতে চাই সুন্দর মন,
ভালোবাসার জয়গান গায় এ ভুবন।