জীবনবোধ
জাহিদ খান


জীবনের সাগরে আমরা সাঁতরে চলি,
স্বপ্নের উড়ানে সবুজ পাতা ধরি।
সম্পর্কের অমৃতঘোর লাগা এ মনে,
চলে যাই নির্জন পথে নিয়ে যত বন্ধন।


প্রতিটি সোপানে জীবনবোধের সত্য সাথে চলে,
জীবনের খেলায় প্রতিটি লক্ষ্যের দেখা মেলে।
পথের কাছে যাওয়া স্বপ্নের আলো নিয়ে,
জীবনামৃত নিয়ে মাথায় করি পার সময়ের সাগর।


জীবনের কার্যকালে মানুষ বাচে যেমন,
সৃষ্টির গান ভরে নিয়ে বিশ্বের যত অকারণ,
সময়ের স্রোতে যাপিত সম্পর্কের বন্ধন,
জীবনবোধের বন্ধনে আকড়ে থাকা যত পিছুটান।