জন্ম ঋণ
জাহিদ খান


পৃথিবী টাকে স্বর্গ বানাও
করে পিতামাতার সেবা
পৃথিবীতে তাদের মত
আপন আছে কে বা?
তাদের সেবা তাদের যত্ন,
মিলাবে তোমায় অমূল্য রত্ন।
তাদের দোয়ায় পেতে পারো তুমি
স্বপ্ন সুখের এক স্বর্গ ভূমি।
তোমার কথায়, আচরণে
পড়ে যদি  তাদের চোখের জল
এক নিমিষেই সব আমল তোমার
যাবে যে রসাতল।
তোমার আচার তোমার ব্যবহার
লক্ষ্য করছে আরেক জন ও
যে তোমার ঔরসজাত
ভুলে যেও না কখনোও।
একই ব্যবহার পাবে তুমি ও যে
তার কাছে এই ভুমিতে।
পৃথিবীতে কভু থাকে না পরে
কারো কাছে কোন ঋণ,
শোধিতে'ই  হবে তোমাকেই
কোন না কোন এক দিন।
তাই বলি পিতা মাতার
সেবা করে যাও কায় মনে
সম্মানিত হবে তুমি
সমাজের প্রতি জনে।