কাউকে কথা দিও না
জাহিদ খান


অস্থির চঞ্চল মন
উতলা হয় যখন তখন
সময়ের পরিক্রমায়
ভেসে চলতে মানা
এমন উত্তাল সময়ে
কাউকে কথা দিও না।


বয়সের ফ্রেমে মন
কখনো বাধা থাকে না
হৃদয় যখন কাদে
মুখে বলতে বাধে
এমন হৃদয়ের দোলাচলে
কাউকে কথা দিও না।


সংশয়ে সংকল্প মন
মানে না কোনো বারণ
কেনো যে মন উচাটন
কারন নেইকো জানা
এমন ছিন্ন সময়ে
কাউকে কথা দিও না।


মন কাদে অভিমানে
কেনো বা কি কারনে
খুজে ফিরে আনমনে
কেনো খোজে তা অজানা
এমন বিক্ষিপ্ত সময়ে
কাউকে কথা দিও না।


হৃদয়ের গহীন গহবরে
অনেকের বাস অবচেতনে
দ্বিধা দ্বন্দ্বের সংঘর্ষ চলে
কাকে ছেড়ে কাকে কি বলে?
এমন অশুভ সময়ে
কাউকে কথা দিও না।


মন যখন কিছু বোঝে না
হৃদয়ে চলে অব্যক্ত যাতনা
পায়না খুজে চলার প্রেরণা
চোখের জলে ভাসে ভাবনা
এমন বিভক্ত সময়ে
কাউকে কথা দিও না।


হৃদয়ে সংকল্প নাই
বোঝে না সে কি চায়
পেলেও বোঝে না দাম
করতে চায় আবার যাচাই
এমন দোলাচলের সময়
কাউকে কথা দিও না।


মন যদি থাকে দুখে কাতর
যদি মনে হয় হচ্ছ পাথর
তবে রেখো না দ্বিধা দ্বন্দ্ব
লোকে ভাবুক ভালো কিবা মন্দ
এমন অস্থির সময়ে
কাউকে কথা দিও না।